ফরিদপুরে থানায় হামলা, ৬ পুলিশ সদস্য আহত
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা চালিয়েছেন হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার আশপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এ হামলা চালান।
এসময় বিক্ষুব্ধরা থানায় ইটপাটকেল ছোড়াসহ প্রধান গেটে হামলা চালান। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, নামাজ শেষে শনিবার দুপুরে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে থানায় আক্রমণ করেন। পরে পুলিশ ৪০-৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের