ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হরতালের প্রভাব নেই দৌলতদিয়ায়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৮ মার্চ ২০২১

হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। রোববার (২৮ মার্চ) স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল ও যাত্রী পারাপার। তবে যানবাহনের সংখ্যা ছিল কম।

রোববার দুপুর সাড়ে ৩টায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাজবাড়ীতে হরতালের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে যানবাহন ও নৌযান চলাচল। খোলা রয়েছে বিপণি বিতানসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরত্বপূর্ণ স্থানে রয়েছে পুলিশ। এছাড়া শহরে টহল দিচ্ছে র‍্যাব ও পুলিশ। দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

jagonews24

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, হরতালের কোনো প্রভাব দৌলতদিয়ায় নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ও যানবাহন পারাপার হচ্ছে। ঘাটে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ