ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৯ মার্চ ২০২১

পিরােজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাে. রুবেল (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সােমবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুবেল ওই গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মাে. আলতাফ হােসেন বলেন, পূর্ব কামারকাঠি গ্রামের বাসিন্দা আল-আমিন পার্শ্ববর্তী ঘর থেকে তার নিয়ে মোটরের সাহায্যে চারার ক্ষেতে সেচ দিচ্ছিলেন। ওই সময় গাছ থেকে ডাব পাড়তে ওঠেন দিনমজুর রুবেল। ডাব কেটে নামার পর তিনি ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমাতুজ জান্নাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মুত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মােহাম্মদ হােসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এসআর/এমকেএইচ