নাটোরে পুলিশি বাধায় বিএনপির সমাবেশ পণ্ড
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ মিছিলে অংশ নিতে সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ কার্যালয় ঘিরে রাখে। নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে পুনরায় সমাবেশের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় পুলিশ সমাবেশস্থল থেকে তিন বিএনপি নেতাকর্মীকে গাড়িতে তুলে নেয়। পরে দুইজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।’
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা