ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেন-ডাম্প ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩০ মার্চ ২০২১

রাজবাড়ীর বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার এফএবি ইটভাটা এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেন ও মাটিভর্তি ডাম্প ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে ট্রাকচালক পলাশ শেখ (৩০) ও একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের দুলালের ছেলে ট্রাকের হেলপার মিলন (৪০)। আহত ব্যক্তির নাম বাবলু মোল্লা (৫৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আনছের মোল্লার ছেলে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় শাহিন ফকির জানান, বসন্তপুর স্টেশন বাজারের কিছুটা আগে কামাল মিয়ার এফএবি ইটভাটা এলাকায় রাস্তার একপাশ থেকে অন্য পাশে ডাম্প ট্রাকটি যাচ্ছিল। এসময় রাজশাহীগামী দ্রুতগতির মধুমতি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক পলাশ, হেলপার মিলন ও বাবলু মোল্লা নামের এক ব্যক্তি আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ট্রাকচালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বসন্তপুরে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে।

রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ