ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন : আ ক ম মোজাম্মেল হক

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:২১ পিএম, ৩০ মার্চ ২০২১

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জন দীর্ঘ আন্দোলনের ফসল। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে আমরা মাত্র ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মিলে বাকি ৩০ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। দেশের যা কিছু উন্নয়ন ও অর্জন হয়েছে তা আমাদের ২০ বছরে হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এদেশ স্বয়ংসম্পূর্ণ হোক তা তারা কোনো দিনই চায়নি। তারা দেশকে অন্যের ওপর নির্ভরশীল রাখতে চেয়েছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমকেএইচ