ছেলের দায়ের কোপে সৎ মা খুন
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের দায়ের কোপে সৎ মা খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে হরিণমারা গ্রামের আমিন পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামের লম্বা হোসেনের স্ত্রী। ছেলে আলমগীর (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, লম্বা হোসেনের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে লম্বা হোসেনের প্রথম স্ত্রীর ছেলে আলমগীর তার সৎ মা আনোয়ারাকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ারা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মঞ্জুর মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।
সায়ীদ আলমগীর/এমএইচআর/এমএস