সমিতির টাকা লেনদেনকে কেন্দ্র করে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা
ফাইল ছবি
বগুড়ায় সমিতির টাকা লেনদেনকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী মোজাহার আলী নামের এক বৃদ্ধকে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মোজাহার আলী বগুড়া সদর উপজেলার বুজরুক বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ওই এলাকার মোজাহার আলী ও তার ছেলে হাতেম আলী ১০ বছর আগে একটি সঞ্চয় সমিতি চালু করেন। সমিতিটি দেউলিয়া হয়ে গেলে সদস্যরা টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সমিতির সদস্যরা স্থানীয়দের নিয়ে তার বাড়ি দখল করতে যান। এসময় মোজাহার বাধা দিলে তাকে মারপিট ও শ্বাসরোধ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআর/এএসএম