নোয়াখালীতে শিক্ষক নিখোঁজ, ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সেনবাগের মো.আবদুল্লাহ (৪২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। এছাড়া সদর উপজেলার ফখরুল ইসলাম (৪০) নামের এক শিক্ষক নিখোঁজ রয়েছেন।
বুধবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার বক্সিরহাট বাজার থেকে ফেনী যাওয়ার পথে ব্যবসায়ী আব্দুল্লাহ নিখোঁজ হন।
আবদুল্লাহ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি একই উপজেলার বীজবাগ ইউনিয়নের বক্সিরহাট বাজারে ইলেক্ট্রনিক্স ব্যবসা করেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ ব্যবসায়ীর ভাগনে আশরাফুল বাহার এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা।
তিনি জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজ ব্যবসায়ী আব্দুল্লাহর ভাগনে আশরাফুল বলেন, গত বুধবার সকাল সাড়ে ৮টায় তার মামা নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। তিনি দোকান থেকে ফেনী যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।
তিনি আরও বলেন, এরপর বৃহস্পতিবার সকাল ১০টা ৪ মিনিটে তার ফোন থেকে মামীর ফোনে কল আসে। কিন্তু সঙ্গে সঙ্গেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর থেকেই মামার ব্যবহৃত দু’টি ফোন বন্ধ রয়েছে।
তবে ওই ব্যবসায়ীকে অপহরণের কোনো কারণ তার পরিবার গণমাধ্যম কর্মীদের জানাতে পারেনি।
অপরদিকে জেলার সদর উপজেলার উদয়সাধুরহাট বাজারের চরমটুয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও ফার্মেসী ব্যবসায়ী ফখরুল ইসলাম নিখোঁজ রয়েছেন।
তিনি উপজেলার চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের নজির আহমদের ছেলে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেছে তার স্ত্রী ফাতেমা বেগম।
সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, তার স্বামী গত রোববার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফার্মেসী দোকান থেকে স্কুলের বইয়ের জন্য জেলা শহর মাইজদী যাওয়ার পথে নিখোঁজ হন। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ওই শিক্ষক ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। তার স্ত্রী তথ্য গোপন করে সদর থানায় জিডি করেছে।
এসএমএম/জেআইএম