বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মোমিন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মোমিন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের আহের আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোমিন নিজ শয়নঘরের বিদ্যুতের তার মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি।
এরপর স্বজনরা অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আব্দুল মোমিনের মৃত্যু হয়েছে।
এসএমএম/জেআইএম