প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে শ্রীঘরে যুবক
পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় মিজানুর রহমান সিকদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। পেশায় কাঠ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডিতে মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে জানানা হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) স্থানীয় ইদিলকাঠী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসেম বলেন, ‘মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান