ছাতক থানায় হেফজতের হামলার ঘটনায় পুলিশের মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট থেকে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটকের জেরে সুনামগঞ্জের ছাতকে হেফাজত অনুসারীদের থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে। রোববার (০৪ এপ্রিল) বিকেলে ছাতক থানার উপপরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে আরও ৯০০ জনকে মামলার আসামি করে মামলাটি দায়ের করেন। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপার গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (২২), বাহাদুরপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন (২১), সুমন আহমেদ (১৯), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), আলী হোসেন (১৮), রাজন আহমদ (২২), একরাম হোসেন (২০), জনি আহমদ (১৯), আবুল হোসেন (৩০)।
মামলা দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।
তিনি বলেন, ইতোমধ্যে ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জে আটক করা হয়েছে এমন খবর পেয়ে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের অনুসারীরা। এক পর্যায়ে পৌর শহরের দোকানপাট ও থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলায় থানা ভবনের সেবা চত্বরের গোলঘর ও অন্তত চারটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। ইট-পাথরের আঘাতে ৭ জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই আনোয়ার মিয়া
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬ রাউন্ড টিয়ারসেল ও ১০৮ রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। হামলায় থানার গোলঘর ও শহরের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিপসন আহমেদ/এফএ/জিকেএস