ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজ গৃহবধূর মরদেহ মিলল মাছের ঘেরে

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২১

যশোরের মণিরামপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দেবী টিকেদার (৩৭) যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের পীযুষ কান্তি টিকেদারের স্ত্রী।

গত শনিবার রাতে (৩ এপ্রিল) নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে বাড়ির পাশে ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, গত শনিবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ওই গৃহবধূ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুচলিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, নিহতের গলা, বুক, থুতনি ও হাঁটুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে রেখে গেছে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের সনাক্ত ও আটকের জন্য তৎপরতা শুরু করেছে।

মিলন রহমান/এফএ/এএসএম