লকডাউনেও রূপগঞ্জে ২৫ কিলোমিটার যানজট
লকডাউনেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে সৃষ্ট যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে হাজার হাজার মানুষকে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় সকাল থেকে তীব্র যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রূপসী এলাকার বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ‘মনে করেছিলাম লকডাউনে সড়ক ফাঁকা থাকবে। রোগী নিয়ে হসপিটালে যাচ্ছিলাম। দুই কিলোমিটার সড়ক পার হতে এক ঘণ্টা সময় লেগেছে।’
নিয়মিত কাঁচপুর ফিলিং স্টেশনে কাজ করেন গাউছিয়ার রমজান। তিনি বলেন, ‘সকাল ৮টায় গাউছিয়া থেকে রওনা দিয়ে ২০ মিনিটের পথ দুই ঘণ্টায় যেতে হয়েছে।’
এ বিষয়ে ভুলতা গোলাকান্দাইল জোনের টিআই মনির হোসেন বলেন, ‘লকডাউনেও যানবাহন প্রচুর বেরিয়েছে সড়কে। সবারই জরুরি কাজ। সবাই নিয়ম মেনেই চলছে দাবি করেন তিনি। আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে বিধি ভঙ্গ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়াও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া থেকে গাজীপুরের পূবাইল পর্যন্ত আরও ১৫ কিলোমিটার জুড়ে মালবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন এ পথে যাত্রীরা। শুধু তাই নয়, এ পথে রাজধানীমুখী বিআরটিসিসহ সাধারণ গণপরিবহনও স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।
এসব বিষয়ে এশিয়ান বাইপাস এলাকার কাঞ্চন পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত (টিআই) জহিরুল ইসলাম বলেন, ‘গাজীপুর থেকে গাড়িগুলো এ রাস্তায় প্রবেশ করে যানজট তৈরি করেছে। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ যানজট ক্রমেই বেড়েই চলছে।’
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, ‘ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে। আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখছি। মহাসড়কের বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ দেখবে।’
মীর আব্দুল আলীম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা