ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাংনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৫ এপ্রিল ২০২১

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুজ্জামান রাজা (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম গাংনী উপজেলার মহেশপুর গ্রামের তারিক হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারিকের পিতা জোড়পুকুরিয়া জামে মসজিদের মোয়াজ্জিন। মসজিদের সামনেই বাজারে তিনি মুরগির ব্যবসাও করেন।

প্রতিদিন সন্ধ্যায় মুরগির দোকানের ময়লা আবর্জনা ফেলতে চোখতোলা মাঠে যায় রাজা। সোমবার সন্ধ্যায় ভ্যানযোগে ময়লা ফেলতে গিয়ে দ্রুত গতির একটি ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে চিকিৎসার আগেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এমআরএম