ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তিন শাবকসহ মেছো বাঘ উদ্ধার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৭ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনটি শাবকসহ মেছো বাঘ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার হাউলী ইউনিয়নের তারিনীপুর গ্রাম থেকে বাঘগুলো উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মেছো বাঘটি মারা যায়।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে শাবক তিনটি খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এসময় খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আঞ্চলিক কর্মকর্তা মোশাররফ হোসেন, স্কাউট আঞ্চলিক কর্মকর্তা অনিমেষ মিমবরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মঙ্গলবার বিকেলে তারিনপুর গ্রামের মাঝের মাঠে তিনটি শাবকসহ মেছো বাঘটি দেখতে পান। তিনি কাঠ দিয়ে আঘাত করে মেছো বাঘটিসহ শাবক তিনটি বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গ্রামের উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে রাতে বন বিভাগের কর্মকর্তারা আহত মেছো বাঘ ও তিনটি শাবক উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেছো বাঘটি মারা যায়।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবক তিনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এসআর/এএসএম