কবরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে কবরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া মাদারগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কবরস্থানের প্রাচীর নির্মাণ নিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রাম ও রতনপুর গ্রামের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে বলেও জানান ওসি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এসআর/জিকেএস