ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজের পায়ে দাঁড়াতে চান আরিফ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৭ এপ্রিল ২০২১

বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র আরিফ হোসেন। তার ডান পায়ের গোড়ালি উল্টে গিয়ে হাড় ভেঙে গেছে। দ্রুত অস্ত্রোপচার না করা গেলে পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরিফ লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল সড়কের বাসিন্দা কৃষক মো. সিরাজের ছেলে। তারা পাঁচ বোন ও দুই ভাই। বোনরা বিবাহিত। বড় ভাই মো. শাহিন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কোনো রকম সংসার চালান।

পরিবার সূত্র জানায়, গত ৫ মার্চ কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে বন্ধু রাশেদের বাবার জানাজায় অংশ নিতে বের হন আরিফ। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে সামনের আসনে বসা ছিলেন। তার ডান পা বাইরে ছিল। পথে করইতলা বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আরিফের ডান পা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আরিফ।

হাসপাতালের চিকিৎসক অর্থোপেডিক সার্জেন্ট একেএম নিজাম উল ইসলামের বরাত দিয়ে পরিবারের লোকজন জানিয়েছেন, আরিফের ডান পায়ের হাড় তিন অংশে ভেঙে গেছে। পায়ের গোড়ালিও উল্টে গেছে। দ্রুত তার অপারেশন করতে হবে। তা নাহলে পা কেটে ফেলতে হবে।

আরিফের বোন বিবি কুসুম বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে এক লাখ ২০ হাজার টাকা লাগবে। এর সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও অপারেশন ব্যয়ও আছে। দুই লাখ টাকা হলে সে স্বাভাবিক জীবনে ফিরবে।’

কিন্তু দরিদ্র কৃষক বাবা ও অটোরিকশা চালক ভাইয়ের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। এজন্য বিত্তবানসহ সমাজের সব মানুষের সহযোগিতা চেয়েছেন আরিফের বোন।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মানিক মিয়া জানান, বিষয়টি খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে পরিবারটিকে সহযোগিতা করা হবে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তাদের সহযোগিতার চেষ্টা করা হবে।’

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমরা সহযোগিতা করতে পারি। যদি ওই কলেজছাত্রকে সরকারি কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়, তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব।’

আরিফের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে আকুতি জানানো হয়েছে। তাকে ০১৮২৪০২৬৮৯৩ (বিকাশ ও নগদ ব্যক্তিগত) এবং ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক শাখার হিসাব নাম- বিবি কুসুম, নম্বর- ২০৫০৭৭৭০২২৪০১৫৩০৫ (তোরাবগঞ্জ এজেন্ট ব্যাংক শাখা) আর্থিক সহযোগিতা করা যাবে।

কাজল কায়েস/আরএইচ/এসআর/জিকেএস