ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৭ এপ্রিল ২০২১

নড়াইলের লোহাগড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে হান্নান শেখ (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক হান্নান শেখ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল সকালে প্রতিবেশী এক শিশু ডাটা (সবজি) আনার জন্য হান্নান শেখের বাড়ির পাশের সবজি ক্ষেতে যায়। তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন ওই বৃদ্ধ। শিশুটি বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয় লোহাগড়া থানায় একটি মামলা করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ১০ বছরের একটি মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এসএস/জিকেএস