ফরিদপুর ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে ফরিদপুরের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আ. ওহাব শেখের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী ওহাব শেখের বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পরে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।
তবে পরিবারের সদস্যদের দাবী, মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও প্রশাসনের কর্মকর্তারা তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান