ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোল্লাছুট খেলা নি‌য়ে ঝগড়া, ছুরিকাঘাতে কি‌শোর নিহত

জেলা প্রতিনিধি | ‌কি‌শোরগঞ্জ | প্রকাশিত: ০৫:০৬ এএম, ১০ এপ্রিল ২০২১

কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়ায় গোল্লাছুট খেলা নি‌য়ে ঝগড়ার জের ধ‌রে প্র‌তিপ‌ক্ষের ছুরিকাঘাতে লিমন না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার ( ৯ এপ্রিল) রাত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার চৌদ্দশত ইউনিয়নের কোদা‌লিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

‌নিহত লিমন (১৭) কোদা‌লিয়া জালুয়াপাড়া গ্রা‌মের ম‌ফিজ মিয়ার ছে‌লে।

পু‌লিশ জানায়, গোল্লাছুট খেলা নি‌য়ে স্থানীয় এক কি‌শো‌রের সঙ্গে ঝগড়া হয় লিম‌নের। এ ঘটনার জে‌রে শুক্রবার রা‌তে কোদা‌লিয়া পূর্বপাড়া মোড় এলাকায় ক‌য়েকজন কি‌শোর লিম‌নের ওপর হামলা ক‌রে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় লিমন।

স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌লে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

পাকু‌ন্দিয়া থানার প‌রিদর্শক তদন্ত না‌হিদ হাসান সুমন জানান, হত্যাকারী‌দের ধর‌তে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে। নিহ‌তের মর‌দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

নূর মোহাম্মদ/জেডএইচ