পাটখেতে মিলল যুবকের মরদেহ
ফাইল ছবি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পাটখেত থেকে কাকন মিয়া (৩৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ঘোষহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাকন মিয়া পূর্ব অষ্টগ্রাম গোয়ালহাটি গ্রামের মৃত লাল চাঁনের ছেলে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
পুলিশ জানায়, সকালে পাটখেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
অষ্টগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, নিহতের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নূর মোহাম্মদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান