বান্দরবানে কঠিন চীবরদান উৎসব শুরু
বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পুণ্যবতী উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মের ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সূতা কেটে কাপড় তৈরি করা এবং রং করে তা ভিক্ষু সংঘে দেয়ার মাধ্যমে কঠিন চীবরদান করেন বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকরা।
উৎসবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, ত্রিপিটক খণ্ডদান করা হয়। এছাড়া রাতে বিহারে হাজারো প্রদীপ প্রজ্জলন এবং ফানুস উত্তোলন করা হবে।
শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে বিকালে ধর্মীয় দেশনা প্রদান করেন বৌদ্ধ ধর্মীয় গুরু উছা হ্লা ভান্তে। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লাসহ শত শত বৌদ্ধ অনুসারী উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর কঠিন চীবরদান উৎসবে উপস্থিত থেকে ছোয়াইং দান করবেন বলে জানা গেছে।
সৈকত দাশ,বান্দরবান প্রতিনিধি/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান