ফরিদপুরে করোনায় প্রাণ গেল ৩ জনের
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তারা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মো. ফিরোজ (৫৯), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫২) ও সদর উপজেলার চরমাধবদিয়া গ্রামের হাসনাহেনা (৫০)। তারা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন আট হাজার ৫৬৭ জন। মারা গেছেন ১৩৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকুন। বাইরে সবসময় মাস্ক ব্যবহার করুন। করোনার উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান