পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে নাটোরের গুরুদাসপুরে পাঁচজন মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা বিশ্বরোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
এ সময় পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে পাঁচজন মাটি ব্যবসায়ীকে পাঁচটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল করিম রেজা/এসজে/এমকেএইচ