ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন, তিন চালককে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় তিন মাইক্রোচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি মামলায় তাদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার পুরকায়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করেছে। গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তারপরও তারা যাত্রী পরিবহন করছিলেন। তাই সরকারি আইন লঙ্ঘন করায় তিন মাইক্রোচালককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জিকেএস