ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবা সেবনের কথা বলে দেয়ায় প্রতিবন্ধীকে মারধর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১২ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা সেবনের কথা বলে দেয়ায় নুর আলম নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের মা আজিমুন বেগম জানান, তারাবো দক্ষিনপাড়া এলাকার শাহিনের মাদকসেবী ছেলে অনিক স্থানীয় সিরাজের চায়ের দোকানের পেছনে বসে ইয়াবা সেবন করছিল। এ ঘটনা তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে নুর আলম দেখে ফেলায় অনিক বিষয়টি কাউকে না বলার জন্য বলে। কিন্তু নুর আলম দোকানের সামনে এসে মাদক সেবনের বিষয়টি বারবার বলতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে অনিক লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। নুর আলমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজিমুন বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দীন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এসজে/জিকেএস