ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে সাত নারীসহ ৮ জামায়াত কর্মী আটক

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০২১

মেহেরপুর শহরের মারকাজ মসজিদের সামনের বাড়ি থেকে জামায়াতের সাত নারীকর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন- জামায়াত কর্মী মনিরুজ্জামান (৬২), তার স্ত্রী রাবেয়া খাতুন (৫৪), সাবিয়া সুলতানা (১৬), সুরাইয়া খাতুন (১৬), জাকিয়া সুলতানা (১৭), ফাতেমা খাতুন (১৭), রিক্তা খাতুন (১৬) এবং হুমাইরা (২২)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, শহরের মারকাজ মসজিদের সামনের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। সেখান থেকে জামায়াতের সাত নারীকর্মীসহ বাড়ির মালিক জামায়াত কর্মী মনিরুজ্জামানকে আটক করে পুলিশ। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস