১৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরের মধুখালীতে মো. মোক্তার শেখ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে মধুখালীর কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোক্তার উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের মৃত নিজাম শেখের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসানের নেতৃত্বে বুধবার রাতে মধুখালীর কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোক্তার শেখকে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত মোক্তারের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এসএমএম /জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান