ক্ষেতেই নষ্ট হচ্ছে লালমি-বাঙ্গি
ফরিদপুরের বিভিন্ন এলাকায় ক্ষেতেই নষ্ট হচ্ছে লালমি-বাঙ্গিসহ নানা ধরনের ফসল। লকডাউনে পাইকার না থাকায় এসব ফসল বিক্রি করতে পারছেন না স্থানীয় কৃষকরা। ফলে লোকসানের মুখে পড়তে হবে তাদের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার জেলার প্রায় সব উপজেলায় লালমি ও বাঙ্গির চাষ হয়েছে। তবে সদরপুরের কৃষ্টপুর ও ভাষানচর এলাকায় সব চেয়ে বেশি লালমি ও বাঙ্গি চাষ হয়েছে। লাভের আশায় কৃষকরা অধিক জমিতে আবাদ করেছিলেন এসব ফসল। বাম্পার ফলন হলেও ক্রেতা না থাকায় ক্ষেতেই নষ্ট হচ্ছে লালমি-বাঙ্গি।

স্থানীয় একাধিক চাষী জানান, গতবার করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসেছিলেন। তারা ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে লালমি-বাঙ্গি নিয়ে বিক্রি করতেন। এবার তাদের দেখা মিলছে না। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে লালমি-বাঙ্গি নিয়ে দোকানে ও ভ্যানে করে বিক্রি করতেন। এবার তারাও নেই।
সদরপুর উপজেলার মটুকচরের চাষী রাজিব বেপারী বলেন, এবছর এক বিঘা জমিতে লালমি-বাঙ্গি চাষ করি। এতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। লকডাউনের কারণে এ বছর ঢাকা থেকে পাইকার না আশায় লালমি-বাঙ্গি বিক্রি করতে পারছিনা। কিস্তি তুলে ধারদেনা করে লালমির আবাদ করলেও খরচ উঠা নিয়ে খুব চিন্তায় আছি।
কৃষ্টপুর এলাকার চাষী হান্নান মোল্যা বলেন, গত বছর প্রকারভেদে এক লালমি-বাঙ্গি ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি করতে হচ্ছে। এতে খরচ উঠানোই মুশকিল হবে।

বোয়ালমারী উপজেলার গুনবহা এলাকার মো. হারুন হোসেন বলেন, এবার ফলন ভালো হলেও পাইকাররা না আসায় এ ফসল চাষীদের অবস্থা ভালো না।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হযরত আলী জাগো নিউজকে বলেন, এবছর জেলায় ২০৭ হেক্টর জমিতে লালমি-বাঙ্গির চাষা হয়েছে। ফলনও ভালো হয়েছে। সাধারণত কৃষকদের ফসলের ভালো-মন্দের পরামর্শ আমরা দিয়ে থাকি কিন্তু ফসল বাজারজাতকরণে আমাদের কিছু করার থাকে না।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান