রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানচাপায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রতন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন উপজেলার নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-নোয়াখালী সড়কের নাওতলা ভূঁইয়া বাড়ি নামক স্থানে রতন রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী (ঢাকা মেট্রো ট- ১৬-৩৬৯৬) নাম্বারের কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজনীতিকে শুধু মিছিল-মিটিং, দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না
- ২ ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল
- ৩ চিরকুট লিখে নবজাতককে অচেনা নারীর কোলে রেখে গেলেন মা
- ৪ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু
- ৫ বগুড়ায় ঘুস নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি