ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষি জমিতে পুকুর খনন, এক্সকাভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে হাইকোর্টে রায় অমান্য করে পুকুর খনন করার সময় কামাল হোসেন (৩৫) নামের এক এক্সকাভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ এপ্রিল) উপজেলার নগর ইউনিয়নের আটাই গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম আব্দুল মালেক।

তিনি জানান, আটাইগ্রামে রানার কৃষি জমিতে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করছিলেন উপজেলা মৌখাড়া এলাকার রুবেল হোসেন। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিতি টের পেয়ে রুবেল হোসেন পালিয়ে যান। পরে এক্সকাভেটরের চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রেজাউল করিম রেজা/এসজে/এমকেএইচ