নান্দাইলে ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর (শুক্রবার) উত্তেজনা বিরাজ ও আজ (শনিবার) উপজেলা সদরে দুই গ্রুপই সমাবেশ আহ্বান করায় সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর আলম জানান, উপজেলায় শান্তি শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ চলে আসছে।
আতাউল করিম খোকন/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ