নারায়ণগঞ্জে তক্ষকসহ আটক ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিরল প্রজাতির তক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশ চেকপোস্কটে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী গোদনাইল কদমতলী এলাকার আব্দুল বারী মাস্টারের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও রূপগঞ্জের রুপসী এলাকার মোতালেব মিয়ার ছেলে ফিরোজ (৪০)।
ফতুল্লা মডেল থানার এস আই রফিক হোসেন জাগো নিউজকে জানায়, সাইনবোর্ডে চেকপোস্টে তল্লাশির সময়ে দুইজনকে আটক করা হয়। এ সময়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের ফলে রাঙামাটির পাহাড়ি এলাকা থেকে প্রাণীটি তারা সংগ্রহ করে ফতুল্লায় একজনকে দেওয়ার জন্য এনেছিল বলেও জানান তিনি।
মো. শাহাদাত হোসেন/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ