ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার
লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কারাবন্দি বাদশা মিয়ার দুই ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (১৮ এপ্রিল) দুপুরে মামলার বাদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছরের ৩ আগস্ট বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের বৃদ্ধ বাদশা মিয়া ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই বাদশাকে পুলিশ গ্রেফতার করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর বাবার দায়ের করা মামলায় বাদশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাদশা বর্তমানে কারাগারে।
ধর্ষণের মামলাটি তুলে নিতে বাদশার ছেলে কামাল ও আমিন শিশুর পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে না নিলে বাদীকে হত্যার হুমকিও দেয়া হয়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘মামলা তুলে নিতে আসামির ছেলেরা আমাকে হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
কাজল কায়েস/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি