ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন পোশাক-বাইসাইকেল পেল ৭০ গ্রাম পুলিশ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৮ এপ্রিল ২০২১

ফরিদপুরের সালথায় ৭০ গ্রাম পুলিশ সদস্যকে বাইসাইকেল, নতুন পোশাক ও বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে তাদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

পরে ইউএনও মোহাম্মাদ হাসিব সরকার বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়।

আরএইচ/জেআইএম