সিদ্ধিরগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হাতেনাতে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ সাত হাজার ২৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।
রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার সংলগ্ন ৩নং বালুর মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মনোয়ার হোসেন (৩৫), ইমরান (৪০), মাহবুব খান (৩৬), দেওয়ান বাদশাহ (৩৭), মো. জাফর (৩৬), মো. মুন্না (৪২), জাহাঙ্গীর (৪৫), মো. মুন্না (৪৬), বাবু (৩২), মাসুম (৩৫), আলী আহমেদ (৩৫) ও মো. নওছার (৪০)।
রোববার রাত ৮টায় র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আদমজী সোনামিয়া বাজার সংলগ্ন ৩নং বালুর মাঠে কখনো গোপনে কখনো প্রকাশ্যে জুয়ার আসর বসাতো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেখানে শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতেন। আর গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এএইচ/জেআইএম