পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি
ফরিদপুরের নগরকান্দায় পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তালমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত একজনের নাম কামরুল বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতরা হলেন, মেহেদী সালেহীন, নাইম ও সবুজ।
নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুর রহমান বলেন, সকালে ফরিদপুরগামী একটি পিকআপের সঙ্গে ভাঙ্গাগামী মাহেন্দ্রের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান