ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে লকডাউনে পুলিশের অভিযানে শতাধিক মামলা, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৯ এপ্রিল ২০২১

নড়াইলে লকডাউনে গত ছয়দিনে ট্রাফিক পুলিশের অভিযানে শতাধিক মামলা করা হয়েছে। এসময় কাগজপত্র না থাকায় ৬০টি গাড়ি আটক ও মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহিদুল ইসলাম বলেন, লকডাউনে অপ্রয়োজনে গাড়ি নিয়ে চলাচল, হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকায় শতাধিক ব্যক্তির নামে মামলা দেয়া হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে শহরের পুরান বাসটার্মিনালে অভিযানকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহাসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনজনকে সচেতন করার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণার মাধ্যমে অবহিত করা হয়েছে। লকডাউনে এ অভিযান অব্যাহত থাকবে।

হাফিজুল নিলু/এসএমএম/জেআইএম