ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাটে অতিরিক্ত খাজনা আদায়, পণ্য বেচা বন্ধ করে কৃষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৯ এপ্রিল ২০২১

রাজবাড়ীর পাংশায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। সোমবার (১৯ এপ্রিল) সকা‌লে সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা বাজারে এ বিক্ষোভ করা হয়।

কৃষকরা জানায়, প্রতি মণ পণ্য বিক্রিতে কৃষকদের কাছ থেকে আগে খাজনা নেয়া হতো আট টাকা করে। বাংলা নতুন বছরে ইজারাদার প্রতি মণ পেঁয়াজ, ধান, গমসহ বিভিন্ন পণ্যে খাজনা ধার্য করেছেন ১৫ টাকা।

সোমবার ইজারাদার কৃষকদের কাছে ১৫ টাকা খাজনা দাবি করলে কৃষকরা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে কৃষকেরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা স্লোগান দেন- ‘খাজনার নামে চাঁদাবাজি করতে দেয়া হবে না’।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী বলেন, হাট থেকে অতিরিক্ত হারে খাজনা তোলা হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টির মীমাংসা করা হবে।

রু‌বেলুর রহমান/এসএমএম/এমকেএইচ