‘লকডাউন’ কার্যকরে সিলেটের ১৪ পয়েন্টে বাঁশের বেড়া
সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও প্রাণহানী। এ অবস্থায় সোমবার (১৯ এপ্রিল) দুপুরে শহরে ‘লকডাউন’ কার্যকরে ১৪ পয়েন্টে বাঁশ দিয়ে বেড়া (ব্যারিকেড) দিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
সিলেট মহানগর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরীর বাইরে ১৪ পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

সড়কগুলো হচ্ছে, নগরের আম্বরখানা, বন্দরবাজার, টিলাগড়, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর, অতিরবাড়ি, শ্রীরামপুর বাইপাস, পারাইর চক, বটেশ্বর, এয়ারপোর্ট রোড, রিকাবী বাজার, লামাবাজার, জিন্দাবাজার ও কাজীর বাজার সেতুর দক্ষিণ পার্শ্ব।
এদিকে সকালে নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট, রিকাবীবাজার ও লামাবাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের একদিকে বাঁশ দিয়ে আটকানো। যাতে একপ্রান্তের গাড়ি অন্যপ্রান্তে যেতে না পারে। তবে এক পাশে একটু ফাঁকা রাখা হয়েছে, সেখান দিয়ে জরুরি সেবার গাড়িগুলো ছেড়ে দেয়া হচ্ছে।

এছাড়া সব চেকপোস্টে অননুমোদিত প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ পায়ে হাঁটা মানুষদের জিজ্ঞাসা করা হচ্ছে। তবে যৌক্তিক কারণ ছাড়া কেউই প্রবেশ করতে পারছেন না।
জ্যোতির্ময় সরকার বলেন, ‘পুলিশ সরকারি নির্দেশনা প্রতিপালনে কাজ করছে। কিন্তু লকডাউনের শুরু অনেকেই বিভিন্ন অজুহাতে বাসার বাইরে বের হচ্ছেন। তাই লকডাউন কার্যকর করতে শহরের ১৪ পয়েন্টে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে কেউ চাইলেই হুট করে গাড়ি নিয়ে যেতে পারবেন না।’

তিনি বলেন, ‘প্রতিটি বেড়ার সামনেই পুলিশের চেকপোস্ট রয়েছে। এতে শুধু অনুমোদিত গাড়ি ছাড়া হচ্ছে। অন্যথায় ফিরিয়ে দেয়া হচ্ছে।’
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, মানুষকে সচেতন করতে পুলিশ কাজ করে যাচ্ছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে আসছে তাদের জরিমানা করা হচ্ছে।
ছামির মাহমুদ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ২ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৩ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
- ৪ শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত
- ৫ গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ