ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাউন্সিলর বাবুলের মৃত্যুতে মেয়র আইভীর শোক

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৯ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমরসুল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল ওরফে বাবুল মেম্বার (৬০) ইন্তেকাল করেছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান তিনি।

তিনি স্ত্রী, দুই ছেলে দুই ও মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুজ্জামান বাবুলের মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ তার সতীর্থ, রাজনৈতিক সহকর্মীরা।

মরহুমের জানাজা বাদ আসর কুঁড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের মৃত্যুতে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ কাউন্সিলররা শোক প্রকাশ করেছেন।

মো. শাহাদাত হোসেন/এএইচ/এমকেএইচ