সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে বাড়ির পাশের জলাশয়ে সাঁতার শিখতে গিয়ে শ্রী পরমা চন্দ্র (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শ্রী পরমা চন্দ্র ওই গ্রামের শ্রী রক্তিম চন্দ্রের মেয়ে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্থানীয় পেঁচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল পরমা চন্দ্র। সে সাঁতার জানতো না। সোমবার দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে নামে ওই স্কুলছাত্রী। একপর্যায়ে জলাশয়ের পানিতে তলিয়ে সে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে তাকে উদ্ধারে নেমে পড়েন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর স্কুলছাত্রী পরমা চন্দ্রকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরএইচ/এএসএম