প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নাটোরে মো. শান্ত (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্ত নাটোর সদর উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
যুবকের পরিবারের দাবি- কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গে শান্তর ঝামেলা চলছিল। তাদের বোঝাপড়া হতো না। এরপর তাদের ঝগড়া লেগেই থাকত। সোমবার রাতেও মোবাইলে তাদের ঝগড়া হয়। এরপর সকালে গলায় ফাঁস নেন শান্ত।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেননি। এজন্য থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) করা হয়েছে।’
রেজাউল করিম রেজা/এএএইচ/এমকেএইচ