ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২১

নাটোর সদর উপজেলায় ইঁদুর মারার জন্য ধানক্ষেতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের টলটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশরাফ আলী ওই গ্রামের আজহার উদ্দীনের ছেলে।

লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, ইঁদুরের প্রাদুর্ভাব ঠেকাতে আশরাফ আলী সম্প্রতি জমির চারদিকে চিকন গ্রিলের তারের মাধ্যমে বিদ্যুতায়িত করে রাখেন, যাতে ক্ষেতের ভেতরে ইঁদুর প্রবেশ করতে না পারে। আজ দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওই জমি দেখতে যান আশরাফ আলী। কিন্তু অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস