সালথা তাণ্ডবে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
ফরিদপুরের সালথা তাণ্ডবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৯টায় শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. ওয়াহিদুজ্জামান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সালথায় সরকারি অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হওয়া সাত আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওয়াহিদুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাণ্ডবের ঘটনায় সালথা থানা পুলিশের এসআই মিজানুর রহমানের দায়ের করা মামলায় ওয়াহিদকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, লকডাউনকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল (সোমবার) সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে হামলা করে উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় দুই যুবক নিহত হয়। এ ঘটনায় সালথা থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে। আসামি ২৬১ জন এবং অজ্ঞাত মিলে প্রায় ১৭ হাজার। গ্রেফতার করা হয়েছে ৯২ জনকে।
আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান