ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় মিলন খান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন খান একই উপজেলার বড়গাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাজা খানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
জানা গেছে, মিলন খান বোয়ালমারী বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।
এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান