রাতের খাবার খেয়ে অসুস্থ তিন বাড়ির ১০ সদস্য
ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়া বাজার এলাকায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিন বাড়ির অন্তত ১০ সদস্য। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকার শৈলেন দাস, অজিত সরকার ও নব শেখরের রান্নাঘরে কে বা কারা হলুদের সাথে নেশাজাতীয় কোনো কিছু মেশায়। এরপর সেই হলুদ দিয়ে তারা রাতের খাবার রান্না করেন। আর সেই খাবার খেয়ে তিন বাড়ির ১০ সদস্য মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেলে তারা পুলিশে খবর দেয়। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক মো. সেলিম জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের ধারণা এলাকার মাদক সেবনকারীরা রাতের খাবারের সাথে নেশাজাতীয় কোনো কিছু মিশিয়েছে। রাতে সুযোগ বুঝে সবকিছু নিয়ে যাওয়ার মতলব করছিল তারা। এলাকায় মাদকসেবী অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান