ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ৫ শতাধিক অসহায়কে ইফতার সামগ্রী দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ এপ্রিল ২০২১

করোনা রোধে চলমান লকডাউনে ভোলায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী দিয়েছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের বাংলা স্কুল মোড় এলাকার বিভিন্ন পয়েন্টে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে রোজার শুরু থেকেই আমরা ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।

jagonews24

তিনি আরও জানান, বর্তমান করোনাকালে দুস্থ ও অসহায় মানুষ সঙ্কটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান, বর্তমান জেলা ছাত্র লীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি, আমিনুল ইসলাম ইভান, সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ কুতুব, ছাত্রলীগ নেতা আরিফ, আরমান, শান্ত রাজু, সুমন প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম