ফেনীর তিন আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ও ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে কিছু ব্যক্তিকে পদ-পদবিতে স্থান দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্তে ছনুয়া ইউনিয়ন সভাপতি জমির উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন এবং ধলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আফছার সবুজকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় স্ব স্ব পদ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
ফলে ছনুয়া ইউনিয়নের সহসভাপতি মো. সুলতান আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনছুর আহম্মদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। একইভাবে যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. লিটন চক্রবর্তীকে ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা